1












































































ShareThis Copy and Paste

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

ফুলবাড়ীয়ায় আলম এশিয়া বাস কর্তৃপক্ষের নৈরাজ্য


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঢাকায় চলাচলকারী আলম এশিয়া বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম, স্বেচ্ছাসারিতা , যাত্রি হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার দিয়ে পরিচালনার অভিযোগ উঠেছে । শনিবার দুপুরে ফুলবাড়ীয়া থানা পুলিশ অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার দিয়ে একটি আলম এশিয়া বাস চলানোর অভিযোগে এক শ্রমিককে আটক করে । এতে ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকরা বেশ কিছুক্ষন সময় এলোপাথাড়ি অসংখ্য এলোপাথাড়ি ফেলে রেখে ফুলবাড়ীয়া উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে । অভিযোগ রয়েছে, এই পরিবহন কর্তৃপক্ষের দাপটের কাছে যাত্রিসহ সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সকল বিভাগই অসহায় । ফলে এই বাস সার্ভিসটিতে বিশৃঙ্খলা বা নৈরাজ্য অব্যাহত রয়েছে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফুলবাড়ীয়া থেকে ঢাকাগামী আলম এশিয়ার এক যাত্রী অভিযোগ করে বলেন, ঈদ চলে গেছে । যাত্রীর বাড়তি চাপ নেই। এরপরও ফুলবাড়ীয়া আলম এশিয়ার কাউন্টারে মাত্রতিরিক্ত দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে । ১৮০ টাকার স্থলে ভাড়া আদায় করা হচ্ছে, ২৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ীয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। যাত্রিদের অভিযোগ, অতিরিক্ত ভাড়াই শুধু নয় আলম এশিয়া বাসটি চালানো হয় মাত্রাতিরিক্ত দ্রুত গতিতে । এতে হতাহতের আশঙ্কাও রয়েছে ।