1












































































ShareThis Copy and Paste

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

ময়মনসিংহের প্রতিটি নির্বাচনী এলাকাতেই দলীয়ভাবে অসংগঠিত অবস্থায় রয়েছে বিএনপি


ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ-২-ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার বিরোধী দলের সাড়ে ৪ বছরে সক্রিয়ভাবে মাঠে ছিলেন না। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সাবেক এই সাংসদ হঠাৎ করেই মনোনয়নমুখী রাজনীতি শুরু করেছেন। আন্দোলন ভুলে শাহ শহীদ সারোয়ারের মতো দলীয় অন্য ক্যান্ডিডেটদেরও মনোনয়ন নিয়ে কাড়াকাড়িতে দলীয় পরিমণ্ডলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলটির মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের ভাষ্যমতে, দশম জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সচেতন মহলেও রয়েছে এ নিয়ে নানা জল্পনা। কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারের ভিত কাঁপিয়ে তোলার পরিবর্তে জোরেশোরে নির্বাচনী গণসংযোগ সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। সূত্র জানায়, ময়মনসিংহ-১-হালুয়াঘাট-ধোবাউড়া আসনে বিএনপি নিজেকে গোছাতে পারেনি। এখানে রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারেননি বিএনপি’র ৩ প্রভাবশালী নেতা আফজাল এইচ.খান, উপজেলা চেয়ারম্যান আলী আজগর ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তারা ব্যস্ত নিজেদের নির্বাচনী প্রচারণা নিয়ে। ময়মনসিংহ-৩-গৌরীপুর আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে তীব্র বিরোধ থাকলেও বিএনপি দাঁড়াতে পারছে না এই আসনে। রাজনীতিক ও সাবেক জনপ্রিয় সাংসদ এ.এফ.এম.নজমুল হুদার শূন্যতায় বিএনপিতে গ্রুপিং-কোন্দল প্রকট আকার ধারণ করেছে। এ আসন থেকেও স্থানীয় বিএনপি নেতা হাফেজ আজিজুলসহ কোনো কোনো নেতা মনোনয়ন প্রত্যাশী। গত সাড়ে ৪ বছরে একদিনের জন্যই মাঠে সোচ্চার না হলেও হঠাৎ করেই নিজেদের ব্যানার-ফেস্টুনে নির্বাচন করার ‘খায়েশ’ ব্যক্ত করেছেন— এমনই ক্ষুব্ধ মন্তব্য তৃণমূল নেতাকর্মীদের। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র দ্বিধাবিভক্তির মূলে রয়েছে ময়মনসিংহ-৪-সদর আসন। সংগঠনের সভাপতি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ দু’জনেই মনোনয়ন প্রত্যাশী। ব্যানার-ফেস্টুনের রাজনীতিতে অবশ্য এগিয়ে আছেন সাবেক প্রতিমন্ত্রী। দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, সব সময়ই দলের চেয়ে মনোনয়ন রাজনীতিকে গুরুত্ব দিতে পটু সাবেক এই প্রতিমন্ত্রী। এ কারণে দল সুসংগঠিত হচ্ছে না বলেও মন্তব্য তাদের। মুক্তাগাছায় বিএনপি ভুগছে নেতার সঙ্কটে। গত সংসদ নির্বাচনে ভোট রাজনীতির মাঠে ‘অপরিপক্ক’ ছোট ভাই জাকির হোসেন বাবলু ওরফে ক্লাসিক বাবলু ক্ষমতাসীন দলের মনোনয়ন রাজনীতিতে নতুন মুখ কাজী খালিদ বাবু’র কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। এ অবস্থায় দলটির তৃণমূল নেতা-কর্মীরা সাবেক প্রতিমন্ত্রীকে ফের এ আসনে মনোনয়ন দেবার জোর দাবি তুলেছেন। ময়মনসিংহ-৬-ফুলবাড়িয়া আসনের সর্বত্রই নব্য রাজনীতিক আখতারুল আলম ফারুকের নির্বাচনী প্রচারণা চোখে পড়ে। আগে কখনো রাজনীতিতে ছিলেন না, অথচ নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যানার-ফেস্টুনের ব্যাপক প্রচারণা শুরু করেছেন। আন্দোলনের মাঠে তাকে কখনোই দেখা যায়নি, এমন অভিযোগ দলটির নেতা-কর্মীদের। ময়মনসিংহ-৮-ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন হঠাৎ নির্বাচনমুখী রাজনীতি শুরু করেছেন। ঘটা করে ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও ঈশ্বরগঞ্জে এ পর্যন্ত একটি কর্মসূচিও পালন করতে পারেননি তিনি। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসায় তার ‘এলাকাপ্রীতি’ অনেকের মাঝেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ময়মনসিংহ-১১-ভালুকা আসনে বিএনপিতে মনোনয়ন চাইছেন এক নতুন মুখ। কথিত আছে, মোর্শেদ আলম নামের এ প্রার্থী ‘টাকার কুমির’। ইতোমধ্যেই ভাগিয়ে নিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদ, আর সেটা নেহায়েতই টাকার জোরে বলে মনে করেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। সবমিলে ময়মনসিংহের প্রতিটি নির্বাচনী এলাকাতেই দলীয়ভাবে অসংগঠিত অবস্থায় রয়েছে বিএনপি। তত্ত্বাবধায়কসহ নানা কেন্দ্রীয় ইস্যুতে উল্লেখযোগ্য কোনো তৎপরতা না দেখিয়ে এখন নির্বাচনী প্রার্থী হিসেবে নিজেদের প্রচার প্রচারণায় নেমে পড়েছেন দলটির অধিকাংশ নেতা।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের বিক্ষোভ ভাংচুর অগ্নিসংযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের বিক্ষোভ ভাংচুর অগ্নিসংযোগ স্টার নিউজ রিপোর্ট »শিক্ষা a A undefinedময়মনসিংহ মেডিকেল কলেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতনের সিদ্ধান্ত স্থগিত করা এবং আগামী সুবর্ন জয়ন্তীতে ছাত্রলীগের একক আধিপত্য না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হামলা ভাংচুর, বিক্ষোভ ও অগ্নি সংযোগ করেছে ছাত্রলীগ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানাযায়, ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতন ও সুর্বন জয়ন্তীকে দলীয় করনের অভিযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে সূর্বন জয়ন্তী বর্জন করার সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ড্যাব নেতৃবৃন্দ। এছাড়াও এসব অভিযোগে সাবেক শিক্ষার্থী ও ড্যাব নেতৃবৃন্দ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এরপর বর্তমান মেডিকেল কলেজের প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতন সিদ্ধান্ত স্থগিত করে সকলের অংশগ্রহনে সুবর্ন জয়ন্তী সফল করার লক্ষে সাবেক শিক্ষার্থী ও ড্যাব নেতৃবৃৃন্দের সাথে সমঝোতার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হয় ছাত্রলীগ। ফলে গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতন করে ছাত্রলীগ নেতা রাইসুল হাসান নোমান এর নামে নামকরন করার দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে একাডেমিক ভবন, অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করে ও ক্যাম্পাসে অগ্নিসংযোগ করে। এ সময় তারা এক সংক্ষিপ্ত সমাবেশে দাবী আদায় না হওয়া পর্যন্ত অনিদিষ্টকালের র্ধমঘটের ডাক দেয় এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের সকল কার্যক্রম বন্ধ আছে বলে লিখিত ভাবে প্রেস রিলিজ প্রদান করে। এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, সামনে সুবর্ন জয়ন্তীতে বিভিন্ন কমিটি উপ কমিটি হচ্ছে। এ নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ কিছু দাবী দাওয়া রয়েছে। এর জের ধরেই তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে এবং ২/১টি ফুলের টব ভাংচুর করেছে। স্টার নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ এই রিপোর্ট পড়েছেন 26 - জন শিক্ষা, শীর্ষ নিউজ এর আরো খবর » সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান সেনা কর্মকর্তাদের ঈদের আগেই আন্দোলনে নামছেন সরিষাবাড়ীর ৪ শতাধিক মাদরাসার শিক্ষক প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশ কর্মসূচি স্থগিত জাবিতে আন্দোলন স্থগিত, উপাচার্য মুক্ত জাহাঙ্গীরনগরে উপাচার্যের পদত্যাগের দাবিতে ধর্মঘট বৃহস্পতিবার থেকে চবিতে ঈদের ছুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেট সভা, শিক্ষক নিয়োগে অনিয়ম প্রসঙ্গে তোপের মুখে উপাচার্য রাবিতে দুই ছাত্রলীগ নেতা আহত মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে তরুণরাই বড় হাতিয়ার- শিক্ষামন্ত্রী বরগুনা পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংঘর্ষ

মনোনেশ দাস জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক পুণ:নির্বাচিত হওয়ায় অভিনন্দন

undefinedময়মনসিংহ প্রতিনিধি, ০৩ আগস্ট (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- বৃহত্তর ময়মনসিংহবাসীর গর্ব স্বনামধন্য গ্রামীণ সাংবাদিক মনোনেশ দাসকে জাতীয় নাগারক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পুন: নির্বাচিত করায় দলটির সভাপতি, গোপাল গঞ্জের কৃতি সন্তান শিল্পপতি ইজ্ঞিনিয়ার আলী আযম এবং মহাসচিব, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সম্পাদক স,আম,ম,ইলিয়াসকে শুভেচ্ছা জানান বৃহত্তর ময়মনসিংহবাসী। আজ বুধবার বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষে অভিনন্দন জানান, সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেন, প্রবীণ আইনজীবী এড,অনিল ঘোষ,অধ্যাপক আশিষ রায়,এড.আসলাম,অধ্যাপক শামছুল হক,সাংবদিক নজরুল ইসলাম, এড,এম মাহবুব আলম খান,ডা.জোøা মাহবুব খান.ডা.হাসান আলী খান, সাংবাদিক মোশাররফ হোসেন সরকার, এড.স্বপন দে , সাবেকপিপি এড.আবুরেজা ফজলুল হক বাবলু,নান্দাইলের সাংবাদিক বাবুল এড.মকবুল হোসেন,ফুলবাড়িয়ায় সাংবাদিক কালাম , এড.শ্যাল দত্ত,ভালুকায় , সাংবাদিক কামরুজ্জামান মানিক,গফরগাঁওয়ের সাংবাদিক আতাউর রহমান মিন্টু,কামরুজ্জামান লিটন,ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধা আঃহাই, সাংবাদিক সাইফুল ইসলাম,হালুয়াঘাটের অধ্যাপক মন্টু,অধ্যাপক সাংবাদিক শামছুল ইসলাম পনির,ফুলপুরের ব্যবসায়ী তপন রায়,সাংবাদিক জাহাঙ্গীর আলম,ধোবাউড়ায় অধ্রাপক পরিমল দাস,সাংবাদিক মতিলাল সরকার,ত্রিশালে সাংবাদিক ফারুক আহমেদ, মধুপুরের অধ্যাপক জয়নাল আবেদীন,টাঙ্গাইলের অধ্যাপক উৎপল সিংহ,নেত্রকোনার সাংবাদিক শ্যমলেন্দু পাল, জামালপুওে এড.জয়ন্ত দেব,সাংবাদিক মেঅশাররফ হোসেন,আতাউর রহমান মিন্টু,কিশোরগঞ্জের সাংবাদিক সুবীর বসাক,শেরপুরের অধ্যাপক সুধাময় দাসপ্রমুখ। উল্লেখিতরা সাংবাদিক মনোনেশ দাসকে অভিনন্দন জানিয়ে বলেন, বৃহত্তর ময়মনসিংহের কলম সৈনিক জন মানুষের নেতা মনোনেশ দাস আরও এগিয়ে যাক একামনা করি। মনোনেশ দাস বলেন, গণতন্ত্রেও নামে চলছে প্রহসন। বতৃমান রাজনৈতিক পদ্ধতিতে কোন নির্বচিত প্রতিনিধিই গণ মানুষের নিকট দায়বদ্ধ নয়। এতে জনগণ হতাশাগ্রস্থ।আর্থ সামাজিক , রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বলিষ্ঠ দেশদরদী মেধাবী নেতৃত্বের। Digg This Reddit This Stumble Now! Buzz This Vote on DZone Share on Facebook Bookmark this on Delicious Kick It on DotNetKicks.com Shout it Share on LinkedIn Bookmark this on Technorati Post on Twitter Google Buzz (aka. Google Reader)

ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায়


TOP Ajkerbangladesh24.com প্রচ্ছদ শীর্ষ সংবাদ জাতীয় রাজনীতি অর্থ ও বাণিজ্য খেলাধুলা তথ্য প্রযুক্তি খোলাকলম পরিবেশ লাইফ স্টাইল সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যম প্রবাসীর কথা শিক্ষা-সংস্কৃতি বিনোদন শেয়ার বাজার ঢাকা চট্রগ্রাম খুলনা বরিশাল রংপুর রাজশাহী সিলেট Tuesday, September 3, 2013 12:06:19 AM FB Twitt G+ RSS Bangla Font Home অর্থ ও বাণিজ্য ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায় ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায় 6:03 am, March 27th, 2013 মনোনেশ দাস ,ময়মনসিংহ : ময়মনসিংহের গড় অঞ্চলের মুক্তাগাছা,ফুলবাড়িয়া,ভালুকা, মধুপুর,ঘাটাইল ও সখিপুর উপজেলায় ৫ হাজার একরে লেবুর আবাদ হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকায় এবার লেবুর সন্তোষজনক ফলন হয়েছে। প্রায় গৃহস্থের বাড়ির গাছেই প্রচুর লেবু । এখানকার মাটি লেবু চাষের খুবই উপযোগী । স্থানীয় চাষীরা পারিবারিক চাহিদার কথা বিবেচনা করে লেবু উৎপাদন করে থাকে। লেবু চাষের উন্নয়নে এ এলাকায় সরকারী তথা কৃষি দপ্তরের উদ্যোগ নজরে পড়ে না । এই অঞ্চলে অনুন্নত রাস্তাঘাট , সংরণ সুবিধার অভাব , ফড়িয়া বা দালালদের কারণে লেবুর সঠিক মূল্যও চাষীরা পাচ্ছেন না। স্থানীয় চাষী, আনোয়ার, বিল্লাল, হোসেন, আবুল, রহমত, অর্জুন, শ্যামল, হোসেন,কিসমত জানান, বাজারে প্রতিহালি লেবু ৪ থেকে ৮/১০ টাকা পর্যন্ত বিক্রি হলেও তারা মাত্র ২/৩ টাকা হালি দরে বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন ফড়িয়াদের নিকট। অপরদিকে লেবু সঠিক সময়ে বিক্রি করতে না পারলে পচে গলে নষ্ট হয়ে যায় । চাষীরা লেবু সরাসরি বিক্রি করতে না পারার সুযোগ নিয়ে ফড়িয়া বা দালাল নামধারী একশ্রেণীর মধ্যস্বত্বভোগীর সৃষ্টি হয়েছে । এরা চাষীদের নিকট থেকে কমমূল্যে লেবু ক্রয় করে বাজারে চড়া দামে বিক্রি করে থাকে। । গাছ প্রতি লেবুর ফলন ২শ” থেকে ৪ হাজার পর্যন্ত । বীজ থেকে চারা তৈরী করে এবং কলমের মাধমে লেবুর বংশ বিস্তার করেন বলে চাষীরা জানান ।

ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায়


TOP Ajkerbangladesh24.com প্রচ্ছদ শীর্ষ সংবাদ জাতীয় রাজনীতি অর্থ ও বাণিজ্য খেলাধুলা তথ্য প্রযুক্তি খোলাকলম পরিবেশ লাইফ স্টাইল সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যম প্রবাসীর কথা শিক্ষা-সংস্কৃতি বিনোদন শেয়ার বাজার ঢাকা চট্রগ্রাম খুলনা বরিশাল রংপুর রাজশাহী সিলেট Tuesday, September 3, 2013 12:06:19 AM FB Twitt G+ RSS Bangla Font Home অর্থ ও বাণিজ্য ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায় ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায় 6:03 am, March 27th, 2013 মনোনেশ দাস ,ময়মনসিংহ : ময়মনসিংহের গড় অঞ্চলের মুক্তাগাছা,ফুলবাড়িয়া,ভালুকা, মধুপুর,ঘাটাইল ও সখিপুর উপজেলায় ৫ হাজার একরে লেবুর আবাদ হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকায় এবার লেবুর সন্তোষজনক ফলন হয়েছে। প্রায় গৃহস্থের বাড়ির গাছেই প্রচুর লেবু । এখানকার মাটি লেবু চাষের খুবই উপযোগী । স্থানীয় চাষীরা পারিবারিক চাহিদার কথা বিবেচনা করে লেবু উৎপাদন করে থাকে। লেবু চাষের উন্নয়নে এ এলাকায় সরকারী তথা কৃষি দপ্তরের উদ্যোগ নজরে পড়ে না । এই অঞ্চলে অনুন্নত রাস্তাঘাট , সংরণ সুবিধার অভাব , ফড়িয়া বা দালালদের কারণে লেবুর সঠিক মূল্যও চাষীরা পাচ্ছেন না। স্থানীয় চাষী, আনোয়ার, বিল্লাল, হোসেন, আবুল, রহমত, অর্জুন, শ্যামল, হোসেন,কিসমত জানান, বাজারে প্রতিহালি লেবু ৪ থেকে ৮/১০ টাকা পর্যন্ত বিক্রি হলেও তারা মাত্র ২/৩ টাকা হালি দরে বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন ফড়িয়াদের নিকট। অপরদিকে লেবু সঠিক সময়ে বিক্রি করতে না পারলে পচে গলে নষ্ট হয়ে যায় । চাষীরা লেবু সরাসরি বিক্রি করতে না পারার সুযোগ নিয়ে ফড়িয়া বা দালাল নামধারী একশ্রেণীর মধ্যস্বত্বভোগীর সৃষ্টি হয়েছে । এরা চাষীদের নিকট থেকে কমমূল্যে লেবু ক্রয় করে বাজারে চড়া দামে বিক্রি করে থাকে। । গাছ প্রতি লেবুর ফলন ২শ” থেকে ৪ হাজার পর্যন্ত । বীজ থেকে চারা তৈরী করে এবং কলমের মাধমে লেবুর বংশ বিস্তার করেন বলে চাষীরা জানান ।

ময়মনসিংহে হাতে তৈরী কাগজের সামগ্রী বিদেশে রপ্তানি


মনোনেশ দাস,ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগায় হাতে তৈরী কাগজের সামগ্রী বিদেশে রপ্তানি হচ্ছে। মেনোনাইট সেন্ট্রাল কমিটি(এমসিসি) , জালাল নগর ডেভোলপমেন্ট প্রজেক্ট(জেএনডিপি) নামের দেশী ও বিদেশী কোম্পানী ঘোগা ইউনিয়নের কালিবাড়ি এবং শহরের লীখোলায় স্থানীয় মহিলা শ্রমিক দিয়ে কাগজ ও কাগজের সামগ্রী তৈরী করছে। হাতে তৈরী করা হচ্ছে দাওয়াতপত্র, শপিং ব্যাগ, ড্রইং পেপার, র‌্যাপিং ব্যাগ,ফটোফ্রেম, ল্যাম্প শেড ছাড়াও বিভিন্ন রপ্তানি পণ্য। বিদেশে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশেও বাড়ছে এর চাহিদা । কারখানা কর্তৃপ জানান, কাগজ তৈরীতে ব্যবহৃত হচ্ছে কলাগাছ, আনারসের ডাটা,খড়, পাট,ছন,গমের ডাটা, কচুরিপানা । এইসব দিয়ে মন্ড তৈরী করে ছাকনা দিয়ে ঢেকে ফরমার উপর দিয়ে রোদে শুকিয়ে এই কাগজ তৈরী করা হয়। পরে ডিজাইনারের নকশা অনুযায়ী পণ্য তৈরী হয় । জাপান,জার্মান,আমেরিকা,অষ্ট্রিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে অর্ডার পাওয়া যায় বলে কারখানা সূত্র জানায়। ২ শতাধিক মহিলার কর্মসংস্তান সৃষ্টি হয়েছে এখানে। জেএডিপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী খসরু জানান, ফেলে দেওয়া জিনিষ নাম মাত্র মূল্যে সংগ্রহ করা হয় ।

মুক্তাগাছার মৃৎশিল্পের কদর বেড়েছে


মনোনেশ দাস,ময়মনসিংহ : বিলুপ্তপ্রায় মুক্তাগাছার মৃৎশিল্পের কদর বেড়েছে। পালদের মাঝে দিখা দিয়েছে আশার আলো।মাটির হাঁড়ি-পাতিলের চাহিদা ও কদর বেড়েছে। এ শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তৈরী হচ্ছে ডিসকো পাতিল রেল ও সড়কপথে যাচ্ছে ঢাকা , চট্রগ্রাম,টাঙ্গাইল,জামালপুর,নেত্রকোনা,শেরপুর,সিলেট জেলার বিভিন্ন অঞ্চেলে।এই অঞ্চলে মৃৎশিল্পের জন্য খ্যাত মুক্তাগাছার বাশাটি,তারাটি,ঈশ্বরগ্রাম,দুল্লা,দাওগাও,কুমারগাতা,ঘোগা,কাশিমপুর,খেরুয়াজানী,দনালিখালি,পিয়ারপুর এলাকার বিভিন্নগ্রাম।কথা হয় এসব গ্রামের পাল পরিবারের সাথে। তারা জানান, বছর দশেক হলো , তাদের ব্যাবসার পালে হাওয়া লেগেছে, ফিরে পেয়েছে তাদের প্রায় হারানো বাপ দাদার ব্যবসা।তাদের তৈরী পণ্যের দাম ও কদর বেড়েছে। প্রতিদিন পাইকাররা আসঠে উপরোক্ত অঞ্চল থেকে। আধুনিক মডেলের হাঁড়ি-পাতিল যায় ট্রেন,ট্রাক ও নৌকা-লঞ্চে।গাজীপুরের পাইকার হামিদ মিয়া জানান, তাদের এলাকায় গরীব ও মাঝারি আয়ের গ্রামের লোকজনের মধ্যে মাটির হাঁড়ি পাতিলের আগে থেকেই চাহিদা রয়েছে। যোগাযোগ ভালো হওয়ায় এ আধুনিক জাতের মাটির তৈজসপত্রের চাহিদা বেড়েছে।দাম এখানেও বেশি । আগের প্রতি ২শ”পিস মাল এখন ২/৩ টাকার স্থলে ১/দেড় হাজার টাকায় খরিদ করতে হয়। এলাকায়ও বিক্রি হয় চড়া দামে।এছাড়া ডিসকো জাতের পাতিল ও তৈজসপত্র প্রতি ১শ” পিস আড়াই হাজার টাকায় পাইকারী বিক্রি হচ্ছে।কথা হলো বনবাংলা গ্রামের সন্তোষ,হরিপদ পালের সাথে । নিজে জিনিস তৈরী করেন ও গ্রাম এবং হাট-বাজাওে বিক্রি করেন।তারা জানান, এখন আর আমাদের হাটে বা গ্রামে ঘুরে মাল বিক্রি করতে হয় না , দূর-দূরান্ত থেকে পাইকার এসে জিনিস নিয়ে যায়।এখন আর চাহিদামতো মাল সরবরাহ দেয়া যায় না। অথচ ১০ বছর আগে সপ্তাহে ২/১ জন পাইকার পাওয়া যেত না । বড় দুর্দিন ছিল আমাদের। রাস্তাঘাটই আমাদেও ভাগ্য বদলে দিয়েছে। কুমার/পালরা জানান, বর্তমানে এ শিল্পের সমস্যা হলো রং ও জ্বালানী সংকট। এ শিল্পের রং বলতে এক ধরনের মাটি, যা আমদানী করতে হয় অন্য অঞ্চল থেকে ।অত্রাঞ্চলে পাওয়া যায় না ।আগের দিনে রং কিনতে তেমন পয়রসা লাগতো না । এখন তা ৮০/৯০টাকা দরে কিনতে হয়।এ ক্ষেত্রে যাতায়াত খরচ লেগে যায়। Tweet Pin It Tag ময়মনসিংহে বিলুপ্ত প্রায় মৃৎশিল্পের কদর বেড়েছে « আগের সংবাদ পরের সংবাদ » মন্তব্য করার জন্য অবশ্যই আপনাকে Log in করতে হবে. এ বিভাগের অন্যান্য সংবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রদান কোরবানি ঈদে দাম বাড়বে না মসলার সোনালী আঁশ পাটের সুদিন সিংড়ায় ফিরে এসেছে কুমিল্লায় পেঁয়াজের দাম লাগামহীন বান্দরবানের পাহাড়ে আনারসের বাম্পার ফলন কাঁচামরিচের উপর শুল্কারোপের সিদ্ধান্ত এনবিআর টেকনাফ পৌরসভার ১৪কোটি টাকার বাজেট ঘোষণা ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ ৬ আগস্ট গার্মেন্টস এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা কুমিল্লা লালমাই কোটবাড়ি পাহাড়ে বাড়ছে বাঁশঝাড় ইফতারি, ফল ও খাদ্যের ৮২ শতাংশই ফরমালিন ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার মাল্টিপারপাস সেক্টরকে রক্ষা করতে হবে বেনাপোলে বানিজ্যিক ভাবে এলাচ (মসলা) চাষ শিক্ষা ও সাহিত্যে সম্মাননা পাচ্ছেন অধ্যাপক আবু সাইয়ীদ আরো ৯ টি বীমার লাইসেন্স দেয়া হচ্ছে  আমাদের যত আয়োজন ... প্রচ্ছদ অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক খেলাধুলা খোলাকলম গণমাধ্যম জাতীয় তথ্য প্রযুক্তি পরিবেশ প্রধান সংবাদ প্রবাসীর কথা ফটো সংবাদ বিনোদন বিভাগ খুলনা চট্রগ্রাম ঢাকা বরিশাল রংপুর রাজশাহী সিলেট ভিডিও সংবাদ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা-সংস্কৃতি শীর্ষ সংবাদ শেয়ার বাজার সংবাদ শিরোনাম সাক্ষাৎকার সারা দেশ Pixmela প্রকাশক: মো: রাসেল, প্রধান সম্পাদক আলমগীর হোসেন সম্পাদক: কাজী শামীম, ব্যবস্থাপনা সম্পাদক: আসাদুজ্জামান মুরাদ বার্তা ও বানিজ্যিক কার্যালয়: জি এম টাওয়ার, চতুর্থ ফ্লোর ১৫০ গ্রিন রোড, পান্থপথ, ঢাকা, বাংলাদেশ। নিউজ ডেস্ক : টেলিফোন +৮৮ ০২৯১১৪৯১১ +৮৮ ০১৭৩ ৩১৬ ৭১০১, +৮৮ ০১১৯ ৮২৭২৪১০ ইমেইল: ajkerbangladesh24@gmail.com(নিউজ ডেস্ক) addab24@gmail.com (বিজ্ঞাপন বিভাগ ) © 2013 Ajkerbangladesh24.com. এর সকল স্বত্ব সংরক্ষিত। Design by: Arefin শিরোনাম ড. ইউনূস স

মুক্তাগাছার মৃৎশিল্পের কদর বেড়েছে


মনোনেশ দাস,ময়মনসিংহ : বিলুপ্তপ্রায় মুক্তাগাছার মৃৎশিল্পের কদর বেড়েছে। পালদের মাঝে দিখা দিয়েছে আশার আলো।মাটির হাঁড়ি-পাতিলের চাহিদা ও কদর বেড়েছে। এ শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তৈরী হচ্ছে ডিসকো পাতিল রেল ও সড়কপথে যাচ্ছে ঢাকা , চট্রগ্রাম,টাঙ্গাইল,জামালপুর,নেত্রকোনা,শেরপুর,সিলেট জেলার বিভিন্ন অঞ্চেলে।এই অঞ্চলে মৃৎশিল্পের জন্য খ্যাত মুক্তাগাছার বাশাটি,তারাটি,ঈশ্বরগ্রাম,দুল্লা,দাওগাও,কুমারগাতা,ঘোগা,কাশিমপুর,খেরুয়াজানী,দনালিখালি,পিয়ারপুর এলাকার বিভিন্নগ্রাম।কথা হয় এসব গ্রামের পাল পরিবারের সাথে। তারা জানান, বছর দশেক হলো , তাদের ব্যাবসার পালে হাওয়া লেগেছে, ফিরে পেয়েছে তাদের প্রায় হারানো বাপ দাদার ব্যবসা।তাদের তৈরী পণ্যের দাম ও কদর বেড়েছে। প্রতিদিন পাইকাররা আসঠে উপরোক্ত অঞ্চল থেকে। আধুনিক মডেলের হাঁড়ি-পাতিল যায় ট্রেন,ট্রাক ও নৌকা-লঞ্চে।গাজীপুরের পাইকার হামিদ মিয়া জানান, তাদের এলাকায় গরীব ও মাঝারি আয়ের গ্রামের লোকজনের মধ্যে মাটির হাঁড়ি পাতিলের আগে থেকেই চাহিদা রয়েছে। যোগাযোগ ভালো হওয়ায় এ আধুনিক জাতের মাটির তৈজসপত্রের চাহিদা বেড়েছে।দাম এখানেও বেশি । আগের প্রতি ২শ”পিস মাল এখন ২/৩ টাকার স্থলে ১/দেড় হাজার টাকায় খরিদ করতে হয়। এলাকায়ও বিক্রি হয় চড়া দামে।এছাড়া ডিসকো জাতের পাতিল ও তৈজসপত্র প্রতি ১শ” পিস আড়াই হাজার টাকায় পাইকারী বিক্রি হচ্ছে।কথা হলো বনবাংলা গ্রামের সন্তোষ,হরিপদ পালের সাথে । নিজে জিনিস তৈরী করেন ও গ্রাম এবং হাট-বাজাওে বিক্রি করেন।তারা জানান, এখন আর আমাদের হাটে বা গ্রামে ঘুরে মাল বিক্রি করতে হয় না , দূর-দূরান্ত থেকে পাইকার এসে জিনিস নিয়ে যায়।এখন আর চাহিদামতো মাল সরবরাহ দেয়া যায় না। অথচ ১০ বছর আগে সপ্তাহে ২/১ জন পাইকার পাওয়া যেত না । বড় দুর্দিন ছিল আমাদের। রাস্তাঘাটই আমাদেও ভাগ্য বদলে দিয়েছে। কুমার/পালরা জানান, বর্তমানে এ শিল্পের সমস্যা হলো রং ও জ্বালানী সংকট। এ শিল্পের রং বলতে এক ধরনের মাটি, যা আমদানী করতে হয় অন্য অঞ্চল থেকে ।অত্রাঞ্চলে পাওয়া যায় না ।আগের দিনে রং কিনতে তেমন পয়রসা লাগতো না । এখন তা ৮০/৯০টাকা দরে কিনতে হয়।এ ক্ষেত্রে যাতায়াত খরচ লেগে যায়। Tweet Pin It Tag ময়মনসিংহে বিলুপ্ত প্রায় মৃৎশিল্পের কদর বেড়েছে « আগের সংবাদ পরের সংবাদ » মন্তব্য করার জন্য অবশ্যই আপনাকে Log in করতে হবে. এ বিভাগের অন্যান্য সংবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রদান কোরবানি ঈদে দাম বাড়বে না মসলার সোনালী আঁশ পাটের সুদিন সিংড়ায় ফিরে এসেছে কুমিল্লায় পেঁয়াজের দাম লাগামহীন বান্দরবানের পাহাড়ে আনারসের বাম্পার ফলন কাঁচামরিচের উপর শুল্কারোপের সিদ্ধান্ত এনবিআর টেকনাফ পৌরসভার ১৪কোটি টাকার বাজেট ঘোষণা ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ ৬ আগস্ট গার্মেন্টস এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা কুমিল্লা লালমাই কোটবাড়ি পাহাড়ে বাড়ছে বাঁশঝাড় ইফতারি, ফল ও খাদ্যের ৮২ শতাংশই ফরমালিন ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার মাল্টিপারপাস সেক্টরকে রক্ষা করতে হবে বেনাপোলে বানিজ্যিক ভাবে এলাচ (মসলা) চাষ শিক্ষা ও সাহিত্যে সম্মাননা পাচ্ছেন অধ্যাপক আবু সাইয়ীদ আরো ৯ টি বীমার লাইসেন্স দেয়া হচ্ছে  আমাদের যত আয়োজন ... প্রচ্ছদ অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক খেলাধুলা খোলাকলম গণমাধ্যম জাতীয় তথ্য প্রযুক্তি পরিবেশ প্রধান সংবাদ প্রবাসীর কথা ফটো সংবাদ বিনোদন বিভাগ খুলনা চট্রগ্রাম ঢাকা বরিশাল রংপুর রাজশাহী সিলেট ভিডিও সংবাদ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা-সংস্কৃতি শীর্ষ সংবাদ শেয়ার বাজার সংবাদ শিরোনাম সাক্ষাৎকার সারা দেশ Pixmela প্রকাশক: মো: রাসেল, প্রধান সম্পাদক আলমগীর হোসেন সম্পাদক: কাজী শামীম, ব্যবস্থাপনা সম্পাদক: আসাদুজ্জামান মুরাদ বার্তা ও বানিজ্যিক কার্যালয়: জি এম টাওয়ার, চতুর্থ ফ্লোর ১৫০ গ্রিন রোড, পান্থপথ, ঢাকা, বাংলাদেশ। নিউজ ডেস্ক : টেলিফোন +৮৮ ০২৯১১৪৯১১ +৮৮ ০১৭৩ ৩১৬ ৭১০১, +৮৮ ০১১৯ ৮২৭২৪১০ ইমেইল: ajkerbangladesh24@gmail.com(নিউজ ডেস্ক) addab24@gmail.com (বিজ্ঞাপন বিভাগ ) © 2013 Ajkerbangladesh24.com. এর সকল স্বত্ব সংরক্ষিত। Design by: Arefin শিরোনাম ড. ইউনূস স

পিবিসি সাংবাদিক মনোনেশ দাস আহত

পিবিসি নিউজঃ প্রকাশিত 2013 ময়মনসিংহ উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছার মনতলা এলাকায় একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে পিবিসি ২৪ এর ময়মনসিংহ প্রতিনিধি সাংবাদিক মনোনেশ দাস গুরুতর আহত হয়েছেন । পেশাগত দায়িত্বে যাওয়ার পথে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে । এই দুর্ঘটনায় সিএনজি চালক নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন । গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মনোনেশ দাসকে প্রথমে মুক্তাগাছা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । মনোনেশ দাসের কপাল , গাল , ঠোঁট , ঘাড়সহ বিভিন্ন স্থান জখম হলে চিকিৎসকগণ দীর্ঘ ৩ ঘন্টা অপারেশন করে তাকে আশংকা মুক্ত করেন । বর্তমানে তিনি তার শ্বশুড়ালয় ময়মনসিংহ শহরের ছোটবাজার দুধমহলন্থ বাসভবনে চিকিৎসাধীন আছেন । মনোনেশ দাসের আশু সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।