1












































































ShareThis Copy and Paste

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

মুক্তাগাছার মৃৎশিল্পের কদর বেড়েছে


মনোনেশ দাস,ময়মনসিংহ : বিলুপ্তপ্রায় মুক্তাগাছার মৃৎশিল্পের কদর বেড়েছে। পালদের মাঝে দিখা দিয়েছে আশার আলো।মাটির হাঁড়ি-পাতিলের চাহিদা ও কদর বেড়েছে। এ শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তৈরী হচ্ছে ডিসকো পাতিল রেল ও সড়কপথে যাচ্ছে ঢাকা , চট্রগ্রাম,টাঙ্গাইল,জামালপুর,নেত্রকোনা,শেরপুর,সিলেট জেলার বিভিন্ন অঞ্চেলে।এই অঞ্চলে মৃৎশিল্পের জন্য খ্যাত মুক্তাগাছার বাশাটি,তারাটি,ঈশ্বরগ্রাম,দুল্লা,দাওগাও,কুমারগাতা,ঘোগা,কাশিমপুর,খেরুয়াজানী,দনালিখালি,পিয়ারপুর এলাকার বিভিন্নগ্রাম।কথা হয় এসব গ্রামের পাল পরিবারের সাথে। তারা জানান, বছর দশেক হলো , তাদের ব্যাবসার পালে হাওয়া লেগেছে, ফিরে পেয়েছে তাদের প্রায় হারানো বাপ দাদার ব্যবসা।তাদের তৈরী পণ্যের দাম ও কদর বেড়েছে। প্রতিদিন পাইকাররা আসঠে উপরোক্ত অঞ্চল থেকে। আধুনিক মডেলের হাঁড়ি-পাতিল যায় ট্রেন,ট্রাক ও নৌকা-লঞ্চে।গাজীপুরের পাইকার হামিদ মিয়া জানান, তাদের এলাকায় গরীব ও মাঝারি আয়ের গ্রামের লোকজনের মধ্যে মাটির হাঁড়ি পাতিলের আগে থেকেই চাহিদা রয়েছে। যোগাযোগ ভালো হওয়ায় এ আধুনিক জাতের মাটির তৈজসপত্রের চাহিদা বেড়েছে।দাম এখানেও বেশি । আগের প্রতি ২শ”পিস মাল এখন ২/৩ টাকার স্থলে ১/দেড় হাজার টাকায় খরিদ করতে হয়। এলাকায়ও বিক্রি হয় চড়া দামে।এছাড়া ডিসকো জাতের পাতিল ও তৈজসপত্র প্রতি ১শ” পিস আড়াই হাজার টাকায় পাইকারী বিক্রি হচ্ছে।কথা হলো বনবাংলা গ্রামের সন্তোষ,হরিপদ পালের সাথে । নিজে জিনিস তৈরী করেন ও গ্রাম এবং হাট-বাজাওে বিক্রি করেন।তারা জানান, এখন আর আমাদের হাটে বা গ্রামে ঘুরে মাল বিক্রি করতে হয় না , দূর-দূরান্ত থেকে পাইকার এসে জিনিস নিয়ে যায়।এখন আর চাহিদামতো মাল সরবরাহ দেয়া যায় না। অথচ ১০ বছর আগে সপ্তাহে ২/১ জন পাইকার পাওয়া যেত না । বড় দুর্দিন ছিল আমাদের। রাস্তাঘাটই আমাদেও ভাগ্য বদলে দিয়েছে। কুমার/পালরা জানান, বর্তমানে এ শিল্পের সমস্যা হলো রং ও জ্বালানী সংকট। এ শিল্পের রং বলতে এক ধরনের মাটি, যা আমদানী করতে হয় অন্য অঞ্চল থেকে ।অত্রাঞ্চলে পাওয়া যায় না ।আগের দিনে রং কিনতে তেমন পয়রসা লাগতো না । এখন তা ৮০/৯০টাকা দরে কিনতে হয়।এ ক্ষেত্রে যাতায়াত খরচ লেগে যায়। Tweet Pin It Tag ময়মনসিংহে বিলুপ্ত প্রায় মৃৎশিল্পের কদর বেড়েছে « আগের সংবাদ পরের সংবাদ » মন্তব্য করার জন্য অবশ্যই আপনাকে Log in করতে হবে. এ বিভাগের অন্যান্য সংবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রদান কোরবানি ঈদে দাম বাড়বে না মসলার সোনালী আঁশ পাটের সুদিন সিংড়ায় ফিরে এসেছে কুমিল্লায় পেঁয়াজের দাম লাগামহীন বান্দরবানের পাহাড়ে আনারসের বাম্পার ফলন কাঁচামরিচের উপর শুল্কারোপের সিদ্ধান্ত এনবিআর টেকনাফ পৌরসভার ১৪কোটি টাকার বাজেট ঘোষণা ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ ৬ আগস্ট গার্মেন্টস এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা কুমিল্লা লালমাই কোটবাড়ি পাহাড়ে বাড়ছে বাঁশঝাড় ইফতারি, ফল ও খাদ্যের ৮২ শতাংশই ফরমালিন ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার মাল্টিপারপাস সেক্টরকে রক্ষা করতে হবে বেনাপোলে বানিজ্যিক ভাবে এলাচ (মসলা) চাষ শিক্ষা ও সাহিত্যে সম্মাননা পাচ্ছেন অধ্যাপক আবু সাইয়ীদ আরো ৯ টি বীমার লাইসেন্স দেয়া হচ্ছে  আমাদের যত আয়োজন ... প্রচ্ছদ অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক খেলাধুলা খোলাকলম গণমাধ্যম জাতীয় তথ্য প্রযুক্তি পরিবেশ প্রধান সংবাদ প্রবাসীর কথা ফটো সংবাদ বিনোদন বিভাগ খুলনা চট্রগ্রাম ঢাকা বরিশাল রংপুর রাজশাহী সিলেট ভিডিও সংবাদ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা-সংস্কৃতি শীর্ষ সংবাদ শেয়ার বাজার সংবাদ শিরোনাম সাক্ষাৎকার সারা দেশ Pixmela প্রকাশক: মো: রাসেল, প্রধান সম্পাদক আলমগীর হোসেন সম্পাদক: কাজী শামীম, ব্যবস্থাপনা সম্পাদক: আসাদুজ্জামান মুরাদ বার্তা ও বানিজ্যিক কার্যালয়: জি এম টাওয়ার, চতুর্থ ফ্লোর ১৫০ গ্রিন রোড, পান্থপথ, ঢাকা, বাংলাদেশ। নিউজ ডেস্ক : টেলিফোন +৮৮ ০২৯১১৪৯১১ +৮৮ ০১৭৩ ৩১৬ ৭১০১, +৮৮ ০১১৯ ৮২৭২৪১০ ইমেইল: ajkerbangladesh24@gmail.com(নিউজ ডেস্ক) addab24@gmail.com (বিজ্ঞাপন বিভাগ ) © 2013 Ajkerbangladesh24.com. এর সকল স্বত্ব সংরক্ষিত। Design by: Arefin শিরোনাম ড. ইউনূস স

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন