1












































































ShareThis Copy and Paste

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায়


TOP Ajkerbangladesh24.com প্রচ্ছদ শীর্ষ সংবাদ জাতীয় রাজনীতি অর্থ ও বাণিজ্য খেলাধুলা তথ্য প্রযুক্তি খোলাকলম পরিবেশ লাইফ স্টাইল সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যম প্রবাসীর কথা শিক্ষা-সংস্কৃতি বিনোদন শেয়ার বাজার ঢাকা চট্রগ্রাম খুলনা বরিশাল রংপুর রাজশাহী সিলেট Tuesday, September 3, 2013 12:06:19 AM FB Twitt G+ RSS Bangla Font Home অর্থ ও বাণিজ্য ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায় ময়মনসিংহের গড় অঞ্চলের চাষীরা নিজ উদ্যোগেই লেবু ফলায় 6:03 am, March 27th, 2013 মনোনেশ দাস ,ময়মনসিংহ : ময়মনসিংহের গড় অঞ্চলের মুক্তাগাছা,ফুলবাড়িয়া,ভালুকা, মধুপুর,ঘাটাইল ও সখিপুর উপজেলায় ৫ হাজার একরে লেবুর আবাদ হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকায় এবার লেবুর সন্তোষজনক ফলন হয়েছে। প্রায় গৃহস্থের বাড়ির গাছেই প্রচুর লেবু । এখানকার মাটি লেবু চাষের খুবই উপযোগী । স্থানীয় চাষীরা পারিবারিক চাহিদার কথা বিবেচনা করে লেবু উৎপাদন করে থাকে। লেবু চাষের উন্নয়নে এ এলাকায় সরকারী তথা কৃষি দপ্তরের উদ্যোগ নজরে পড়ে না । এই অঞ্চলে অনুন্নত রাস্তাঘাট , সংরণ সুবিধার অভাব , ফড়িয়া বা দালালদের কারণে লেবুর সঠিক মূল্যও চাষীরা পাচ্ছেন না। স্থানীয় চাষী, আনোয়ার, বিল্লাল, হোসেন, আবুল, রহমত, অর্জুন, শ্যামল, হোসেন,কিসমত জানান, বাজারে প্রতিহালি লেবু ৪ থেকে ৮/১০ টাকা পর্যন্ত বিক্রি হলেও তারা মাত্র ২/৩ টাকা হালি দরে বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন ফড়িয়াদের নিকট। অপরদিকে লেবু সঠিক সময়ে বিক্রি করতে না পারলে পচে গলে নষ্ট হয়ে যায় । চাষীরা লেবু সরাসরি বিক্রি করতে না পারার সুযোগ নিয়ে ফড়িয়া বা দালাল নামধারী একশ্রেণীর মধ্যস্বত্বভোগীর সৃষ্টি হয়েছে । এরা চাষীদের নিকট থেকে কমমূল্যে লেবু ক্রয় করে বাজারে চড়া দামে বিক্রি করে থাকে। । গাছ প্রতি লেবুর ফলন ২শ” থেকে ৪ হাজার পর্যন্ত । বীজ থেকে চারা তৈরী করে এবং কলমের মাধমে লেবুর বংশ বিস্তার করেন বলে চাষীরা জানান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন